মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মহানগরের আলতাপোল লেনস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ট্রাস্ট ইমাম বাড়ি থেকে এ মিছিল বের হয়।
মিছিলে খুলনা ও অন্যান্য এলাকা থেকে আগত শিয়া মুসলমান নারী ও পুরুষ অংশ নেন।
মিছিলের আগে ইসলামী শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল বলেন, আশুরার শিক্ষাই হল জালিমদের বিরুদ্ধেও মুসলিমদের পক্ষে অবস্থান নেওয়া। প্রতিবারের মত পবিত্র মহররম উপলক্ষে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ট্রাষ্ট আয়োজিত ১০ দিনব্যাপী শোক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১ হতে ১০ মহররম পর্যন্ত আলোচনা করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এমআরএম/ওএইচ/