ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রকে গাড়ির নিচে ফেলে হত্যা,মূল আসামি গ্রেপ্তার

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
স্কুলছাত্রকে গাড়ির নিচে ফেলে হত্যা,মূল আসামি গ্রেপ্তার আসামি মোজাফফর ও এজাহারভুক্ত অপর আসামি জয়

রংপুর:  রংপুরে আব্দুর রশীদ (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে আহত করে চলন্ত গাড়ির নিচে ফেলে হত্যার মূল আসামি মোজাফফর ও এজাহারভুক্ত অপর আসামি জয়কে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে র‍্যাব-১৩ (রংপুর) সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস বিষয়টি জানান। সোমবার (০৯ সেপ্টেম্বর) রাতে পৃথক দুই জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

মোজাফফরকে নগরীর রংপুর-বদরগঞ্জ এলাকা থেকে ও জয়কে সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোজাফফরের কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।  

রেজা আহমেদ ফেরদৌস জানান, গত ২৯ আগস্ট রাতে ঘটে যাওয়া চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর মূল আসামি মোজাফফর গ্রেপ্তার এড়াতে সুকৌশলে আত্মগোপনে ছিল। বিভিন্ন কৌশলের মাধ্যমে জায়গা পরিবর্তন করে পালিয়ে ছিল। এরইমধ্যে সে ঢাকা, জামালপুর, লালমনিরহাটে গিয়েছিলো। প্রতিনিয়ত জায়গা পরিবর্তন করলেও আমরা প্রযুক্তির ব্যবহার করে তাকে গ্রেপ্তারে সক্ষম হই।

তিনি বলেন, গত ৩০ আগস্ট এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পিতা শহিদার রহমান রংপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। যেখানে মূল আসামি ছিল মোজাফফর এবং জয় এজাহারভুক্ত দ্বিতীয় আসামি। এর আগে ওই ঘটনায় জড়িত অপর দুই আসামি বাবু ও মন্টিকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১৩ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ