ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

যথাযোগ্য মর্যাদায় বরিশালে আশুরা পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
যথাযোগ্য মর্যাদায় বরিশালে আশুরা পালিত শোক র‌্যালি, ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে পবিত্র আশুরা।

এই উপলক্ষে মঙ্গলবার (১০ সে‌প্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরের নতুন বাড়ার মোড়ক খোলা চুল এলাকা থেকে একটি শোক র‌্যালি বের করা হয়।

পাক পাঞ্জাতন অনুসারী পরিষদের আয়োজনে র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

দিনটি উপলক্ষে নগরের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

এছাড়া নগরের পদ্মাবতী এলাকায় মহররম মাতক কমিটির পক্ষ থেকে বিশেষ দোয়া মোনাজাতসহ কাঙালি ভোজের আয়োজন করা হয়।

বাংলা‌দেশ সময়: ১৪০০ ঘণ্টা, সে‌প্টেম্বর ১০, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ