মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার নগরঘাটা গ্রামের ইসমাইল হোসেন আনসারির ছেলে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক মো. ইয়াছিন হোসেন আনসারি (২২), খুলনা জেলার হরিণটানা থানার কৈয়া বাজার গ্রামের আশরাফের ছেলে হেলপার মো. রাকিব (২৫) এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের নাছির হাওলাদারের ছেলে ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার মো. ইকবাল হাওলাদার (২৩।
আহত শাহিন খুলনা জেলার হরিণটানা থানার হোগল ডাঙ্গা গ্রামের তোফাজ্জেলের ছেলে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিন হাওলাদার জানান, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র সড়কে পাংচার হওয়ায় একটি ইটবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ওই ট্রাকের নিচে ঢুকে ট্রাকের হেলপার ও চালক চাকা মেরামতের কাজ করছিলেন। এসময় পেছন থেকে এসে পাথরবোঝাই আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকচালক ও হেলপার এবং ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরেকজন। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এএটি