ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বিয়েবাড়িতে বরের ‘বদলে’ হাজির ম্যাজিস্ট্রেট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
বিয়েবাড়িতে বরের ‘বদলে’ হাজির ম্যাজিস্ট্রেট মেয়ের বয়স ১৮ না হলে বিয়ে দেবেন না বলে মুচলেকা দিয়েছেন অভিভাবকরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেনের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। বিয়ের পাত্রী স্থানীয় স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন বাংলানিউজকে জানান, পাশের গ্রাম মেরারটেকের মতিউর রহমানের ছেলে শাহাদতের সঙ্গে উর্মির বিয়ের দিন তারিখ ঠিক হয়েছিল। দুই পক্ষই বিয়ের সব আয়োজন সম্পন্ন করে ফেলে। কিন্তু, পাত্রীর বিয়ের বয়স না হওয়ায় তাতে বাধা দেয় প্রশাসন।  

গোপনে খবর পেয়ে বর আসার আগেই নির্বাহী ম্যাজিস্ট্রেট বিয়েবাড়িতে অভিযান চালান। এসময় অভিভাবকদের বুঝিয়ে বিয়ে বন্ধ করা হয় ও মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হলে বিয়ে দেবেন বলে মুচলেকা দেন তারা।  

স্থানীয়রা জানান, ম্যাজিস্ট্রেটের অভিযানের খবর পেয়ে বর আর বিয়েবাড়িতে আসেননি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ