ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

দিক হারিয়ে ডোবায় ৮২ কেজির বাঘাইড়!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
দিক হারিয়ে ডোবায় ৮২ কেজির বাঘাইড়! ৮২ কেজির বাঘাইড়

জামালপুর: যমুনা নদী থেকে দিক হারিয়ে পার্শ্ববর্তী ডোবায় উঠে এলো ৮২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। ঘটনা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ির জিগাবাড়ি বাজার সংলগ্ন যমুনা নদী এলাকার।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে ডোবার হাঁটুপানি থেকে জাল দিয়ে ধরা মাছটির ওজন ৮২ কেজি। মাছটি ধরার পর কাঁধে করে ডাঙায় তোলে দু’জন।

স্থানীয়রা জানান, যমুনা নদী থেকে মাছ‌টি দিক হা‌রি‌য়ে হাঁটুপানি বি‌শিষ্ট এক ডোবায় উঠে পড়ে। বাহাদুর না‌মে একজন স্থানীয় ব্য‌ক্তির নজরে এলে তিনি বয়া জাল দিয়ে ৮২ কেজি ওজনের মাছটি ধরনে।

৮২ কেজির বাঘাইড়আশপাশের এলাকার অনেক মানুষ এই বিশাল মাছটি দেখতে ভিড় জমান। পরে মাছ‌টি সানন্দবাড়িরর মৌলভীরচর মোড়ে নেন বিক্রির জন্য। ৬০ হাজার টাকা দাম চাইলে এলাকাবাসী দরদাম করে মাছ‌টি ৪৫ হাজার টাকায় কিনে সবাই ভাগ ক‌রে নেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ