র্যাব হেফাজতে আটক ওলিদ।
বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলা থেকে ৩৭৫ পিস ইয়াবাসহ ওলিদ (২৮) নামে এক মাদকবিক্রেতা আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) র্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গৌরনদী উপজেলার বাটাজোর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকবিক্রেতা ওলিদকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ওলিদ ওই এলাকারমৃত বাসাই পেয়াদার ছেলে।
এ ঘটনায় ওলিদের বিরুদ্ধে র্যাবের ডিএডি মো. আল-মামুন শিকদার বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এমএস/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।