মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজস্থলী থানা সূত্রে এসব তথ্য জানা যায়।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে যৌথবাহিনীর একটি দল উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ডাক্তারপাড়ায় অভিযান চালিয়ে আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফজল আহম্মেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে বুধবার সকালে রাঙামাটি আদালতে পাঠানো হবে।
এর আগে গত ২৯ আগস্ট সকালে যৌথবাহিনী গাইন্দা ইউনিয়নের দুর্গম পয়তুপাড়া অভিযান চালিয়ে ক্রিউচিং মারমা (২০) নামে এক যুবককে আটক করেছে। এ নিয়ে সেনা হত্যা ঘটনায় দু’জনকে আটক করা হলো।
গত ১৮ আগস্ট রাজস্থলী আর্মি ক্যাম্পের দক্ষিণে পোয়াইতুমুখ এলাকায় সেনাটহলের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এতে সৈনিক মো. নাসিম গুলিবিদ্ধ হন। আহত হন আরও একজন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মৃত্যু হয়। একই দিন বিকেলে ওই এলাকায় অভিযান চালানোর সময় মাইন বিস্ফোরণে আরও দুই সেনা সদস্য আহত হন।
ঘটনার নয় দিন পর গত ২৬ আগস্ট পুলিশ বাদী হয়ে রাজস্থলী থানায় অজ্ঞাতনামা দেখিয়ে একটি বিস্ফোরক মামলা দায়ের করে।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
আরএ