মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মামলাটি দায়ের করা হলে মানিককে গ্রেফতার করা হয়।
ভুয়া চিকিৎসক মানিক মদন উপজেলার মাঘান ইউনিয়নের কাতলা গ্রামের আমির উদ্দিন তালুকদারের ছেলে।
তিনি খালিয়াজুরীর গাজীপুর ইউনিয়নের পাঁচহাট বাজারে ইকবাল হোমিও হল নামে চেম্বার বানিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এটি এম মাহমুদুল হক বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খালিয়াজুরী পাঁচহাট বাজারে ইকবাল হোমিও হলে নিয়মিত রোগী দেখতেন ভুয়া চিকিৎসক মানিক। চলতি বছরের ০৭ এপ্রিল (রোববার) ইকবাল হোমিও হলে শেফালিকে ডেকে নিয়ে যান ইকবাল নামে এক ব্যক্তি। জরুরি অপারেশন করতে হবে বলে ২০ হাজার টাকা নিয়ে নিজ চেম্বারে শেফালিকে অজ্ঞান করে ব্লেড দিয়ে তার বাম স্তনটি কেটে ফেলেন। কয়েকদিন পর শেফালির কাটা স্তনে পচন ধরে যায়। বর্তমানে ওই নারীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হবে।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক তার বিরুদ্ধে মামলায় করা অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
আরএ