মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
আশরাফুল শরিয়তপুরের পালং উপজেলার মনির হোসেনের ছেলে।
নিহতের মামা দেলোয়ার হোসেন বাদশা বাংলানিউজকে জানান, আশরাফুল দক্ষিণ মুগদা এলাকার ওয়াপদা গলিতে তার বড় ভাই মিজানুরের সঙ্গে থেকে রামপুরার একটি কলেজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেন। রাতে ছয় তলার ছাদে মোবাইল ফোনে কথা বলছিলেন আশরাফুল। কথা বলার এক পর্যায়ে হঠাৎ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহটি ময়না-তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এসআরএস