বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গাবতলী কাঁচাবাজারে সিটি করপোরেশন কার্যালয়ে তিনি এ কথা জানান।
ডিএনসিসি মেয়র বলেন, ফুটপাত দখলমুক্ত করা আমাদের একটা বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, স্থানীয় সরকার ও সিটি করপোরেশন থেকে যে ফুটপাতগুলো তৈরি করা হয়েছে, এর অধিকাংশই দখল হয়ে যাচ্ছে। আমরা চাই, ফুটপাত দিয়ে মানুষ চলাচল করবে আর যানবাহন চলবে রাস্তা দিয়ে। তাই, সবাইকে নিয়ে একসঙ্গে আগামী ২০ তারিখ থেকে ফুটপাত দখলমুক্তি অভিযান শুরু করা হবে। আশা করি, দেশের জনগণ, গণমাধ্যমসহ সবাই এ কাজে আমাদের সহযোগিতা করবেন।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
আরকেআর/একে