পাবনা: যৌতুকের টাকা না পেয়ে পাবনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী সাজু বিশ্বাসকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক ওয়ালীউল ইসলাম এ রায় দেন।
মামলার নথি সূত্রে জানা যায়, যৌতুকের টাকা না পেয়ে ২০০৭ সালের ২১ মে রাতে সাজু তার স্ত্রী লাবনীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও পিঠে কুপিয়ে হত্যা করে।
এরপর লাবনীর বাবা মন্টু প্রামাণিক বাদী হয়ে ঈশ্বরদী থানায় সাজুকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার তৎকালীন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোকসানা খাতুন দীর্ঘ তদন্ত শেষে সাজুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন বাংলানিউজকে বলেন, এ মামলায় ১৭ জন সাক্ষী সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।