বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চন্দ্রকোনা কলেজের কাছে পরিত্যক্ত পুকুর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। ওসমান মুন্সি উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বন্দটেকী গ্রামের বাসিন্দা।
জানা যায়, ওসমান মুন্সি কয়েক মাস ধরে মানসিক ভারসাম্য হারিয়ে এদিক-সেদিক ঘোরাঘুরি করতেন। গত সোমবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ হন। বুধবার দুপুরে স্থানীয়রা ওই পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ, চন্দ্রকোনা ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এনটি