নিহত আব্দুল বাতেন উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের দুর্লভকুটি গ্রামের মৃত সমেস ব্যাপারীর ছেলে। তিনি সিংগারডাবড়ি হাট উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক (বিএসসি) ছিলেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজারহাট-উলিপুর সড়কের নাজিম খান তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার বাংলানিউজকে জানান, আব্দুল বাতেন মোটরসাইকেলে করে রাজারহাট থেকে উলিপুর যাওয়ার পথে তালতলা স্কুলের সামনে একটি পাটবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশা সঙ্গে ধাক্কা লাগে। তাৎক্ষণিকভাবে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এফইএস/ওএইচ/