শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে বিষয়টি জানান। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়।
আরও পড়ুন...নবীগঞ্জে ওসি-এসআইকে কুপিয়ে জখম
আটকরা হলেন- মুসার মা সামছুন্নাহার (৫০), বোন মৌসুমী আক্তার (২৬), শাম্মী আক্তার (২২) ও তন্নী আক্তার (১৯)।
ওসি ইকবাল হোসেন জানান, দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িত থাকায় বৃহস্পতিবার রাতেই তাদের আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, শীর্ষ সন্ত্রাসী মুসাকে গ্রেফতারে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে বলে জানানি তিনি।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এনটি