ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ওসি-এসআইকে জখমের ঘটনায় সন্ত্রাসী মুসার মা-বোন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
ওসি-এসআইকে জখমের ঘটনায় সন্ত্রাসী মুসার মা-বোন আটক

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ও উপ-পরিদর্শককে (এসআই) কুপিয়ে জখমের ঘটনায় তালিকাভুক্ত সন্ত্রাসী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ সোহান আহমেদ মুসার মা এবং তার তিন বোনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে বিষয়টি জানান। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়।

 

আরও পড়ুন...নবীগঞ্জে ওসি-এসআইকে কুপিয়ে জখম

আটকরা হলেন- মুসার মা সামছুন্নাহার (৫০), বোন মৌসুমী আক্তার (২৬), শাম্মী আক্তার (২২) ও তন্নী আক্তার (১৯)।  

ওসি ইকবাল হোসেন জানান, দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িত থাকায় বৃহস্পতিবার রাতেই তাদের আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
 
এদিকে, শীর্ষ সন্ত্রাসী মুসাকে গ্রেফতারে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে বলে জানানি তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।