সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নগরের গির্জা মহল্লা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও মনীষা আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ওই এলাকার হোটেল ওয়াজেদিয়া এবং হোটেল নিউ ঘরোয়া নামের দু’টি খাবার হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বরিশাল সিটি করপোরেশেনের স্যানেটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক সাইফুল জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার উৎপাদন-প্রক্রিয়াজাতকরণ এবং রান্না করা-কাঁচা খাবার এক ফ্রিজে রাখার অপরাধে হোটেল দু’টিকে জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়:০৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এমএস/এইচএডি