সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলার মদনপুর বাজারে শাহ সুলতান বেকারিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চোখে ধরা পড়ে এ দৃশ্য।
পরে অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক মো. শাহ্ আলম প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা আইন লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শাহ্ আলম বাংলানিউজকে জানান, বাজারের বিভিন্ন দোকান পরিদর্শনে বের হলে শাহ্ সুলতান বেকারির ওই বিষয়টি চোখে পড়ে। সংশ্লিষ্টদের কেকের প্যাকেটে দেখা যায় উৎপাদন তারিখ লেখা ১৭ সেপ্টেম্বর ২০১৯।
বাংলাদেশ সময়: ০৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এইচএডি/