জাতীয় পার্টির সংসদ সদস্য শরিফুল আলম জিন্নাহর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অবৈধপন্থা অবলম্বনের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, তিনি (জিন্নাহ) নিজ নামে/বেনামে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন।
নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তার নিজের ও নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়।
দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম অবৈধ সম্পদের অভিযোগটি অনুসন্ধান করছেন।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
কেইউএ/জেডএস