সোমবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে বলে আহত রিয়াজুলের পরিবার থেকে বিষয়টি জানানো হয়।
আহত রিয়াজুলের ভাগিনী রাফিয়া বাংলানিউজকে জানান, মেরুল বাড্ডার আনন্দ নগর এলাকায় নিজ বাড়িতেই থাকেন রিয়াজুল।
তিনি আরও জানান, সোমবার রাতে রান্নাঘরের গ্রিল কেটে মুখোশধারী চারজন ডাকাত বাসায় প্রবেশ করেন। এসময় রিয়াজুল বিষয়টি টের পেয়ে চিৎকার করলে ডাকাতরা দ্রুত তার মাথায় ধারালো অস্ত্রের দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতরা ঘরের থেকে কিছু লুটপাট করতে পারিনি।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রান্নাঘরের গ্রিল কেটে ডাকাতরা বাসায় প্রবেশ করেছিল। ঘটনাটি নিয়ে আমরা কাজ করছি।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এজেডএস/এএটি