মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের কেবি মাছবাজার সংলগ্ন দড়াটানা নদী থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে, সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের পৌরঘাট সংলগ্ন এলাকায় ভৈরব নদে তিনি নিখোঁজ হন সোহেল।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদ সরদার বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ সোহেলের সন্ধানে অভিযান চালায় ডুবুরি দল। রাতে উদ্ধার কাজ বন্ধ থাকলেও মঙ্গলবার সকালে অভিযান শুরু করলে কেবি মাছবাজার এলাকার দড়াটানা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
সোহেল ঢাকায় বসবাসরত আব্দুল মজিদের ছেলে। তিনি এক বছর ধরে বাগেরহাট শহরে পুরাতন বাজার এলাকায় তার চাচা শেখ আব্দুল মান্নানের বাড়িতে থাকতেন।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এসআরএস