বেনাপোল (যশোর): বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে পিস্তল, গুলি ও মাদক উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সীমান্তের চারাবটতলা এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১৫ পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এসআরএস
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।