মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বৈঠকে ভারতীয় কোস্টগার্ড প্রধান কৃষ্ণস্বামী নটরাজন বাংলাদেশ ও ভারতের কোস্টগার্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
ভারতীয় কোস্টগার্ডের মহাপরিচালক কৃষ্ণস্বামী নটরাজন ১৫-১৮ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করছেন। সফরকালে তিনি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
বাংলাদেশে ভারতীয় কোস্টগার্ড প্রধানের এই সফর সমুদ্রসীমায় প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে ও দু’দেশের কোস্টগার্ডের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে ভারত হাইকমিশন।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
টিআর/এএটি