একইসঙ্গে ট্রেনটি মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ময়মনসিংহ রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম।
তিনি জানান, ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের একটি বগি এইদিন বেলা সোয়া ১১টার দিকে লাইনচ্যুত হয়। ঘটনাস্থল কেওয়াটখালী লোকোশেড এলাকার কাছে হওয়ায় দ্রুত সময়ের মধ্যেই হাইড্রোলিক টুল ভ্যান লাইনচ্যুত বগি উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এমএএএম/এএটি