মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রকল্প পরিচালকদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলাদেশে চারটি মেরিন একাডেমি স্থাপন প্রকল্পের (পাবনা, বরিশাল, সিলেট ও রংপুর) পিডি রফিক আহমদ সিদ্দিক এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য ছয়টি জাহাজ সংগ্রহ প্রকল্পের পিডি মো. ইউসুফ ক্রেস্ট গ্রহণ করেন।
নৌ মন্ত্রণালয় জানায়, শিপিং করপোরেশনের জন্য ছয়টি জাহাজ সংগ্রহ প্রকল্পের আওতায় জাহাজগুলো আনা হয়েছে এবং চারটি মেরিন একাডেমি স্থাপন প্রকল্প শেষ পর্যায়ে রয়েছে।
অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং অধীন দপ্তর-সংস্থাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এমআইএইচ/জেডএস