মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া গ্রাম থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।
ভবানীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবন বাংলানিউজকে জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় স্বামীকে ও একটি ডোবা থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুইটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিষয়টি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এমএএএম/এএটি