মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বদনীভাঙ্গা গ্রামের নিজ স্বামীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিয়াম একই গ্রামের মিরাজ মোল্লার ছেলে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে সিয়াম নিখোঁজ ছিল। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বিষয়টি থানায় জানান বাবা মিরাজ। পরে সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ সিয়ামের সন্ধ্যানে ওই এলাকায় অভিযান চালানো হয়। এক পর্যায়ে সিয়ামের সৎ মা ফেরদৌসির আচরণ সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন তিনি। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার সকালে বাড়ির শৌচাগারের পাশে আবর্জনার মধ্য থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় তা বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এসআরএস