মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলওয়ে স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আতাউর রহমান বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেসের লোপ লাইনে কোচের চারটি চাকা পড়ে যায়।
তিনি আরও বলেন, এরইমধ্যে সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি উদ্ধার করেছে।
এর আগে গত ৪ সেপ্টেম্বর ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুরে ও ১৬ আগস্ট ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। ঘন ঘন ট্রেন লাইনচ্যুতের ঘটনায় রেলওয়ের সেবার মান নিয়ে প্রশ্ন দেখা দেয়েছে। যাত্রীদের মনে সংশয় তৈরি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এনইউ/আরবি/