মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর ) দুপুরে এক বিবৃতিতে রাজশাহীবাসীর পক্ষ থেকে এই কৃতজ্ঞতা জানান তিনি।
এর আগে, সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ১শ’ ২৬ কোটি টাকার রাজশাহী মহানগরীর উপশহর মোড় থেকে সোনাদিঘী মোড় ও মালোপাড়া মোড় থেকে সাগরপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প এবং সড়ক ও জনপথে ৩শ’ ২৬ কোটি টাকার রাজশাহী-নওহাটা-চৌমাসিয়া সড়কের বিন্দুর মোড় থেকে বিমানবন্দর হয়ে নওহাটা ব্রিজ পর্যন্ত পেভমেন্ট চারলেনে উন্নীতকরণ’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এসএস/একে