ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

জলবায়ু পরিবর্তনে দুর্ভোগ বাড়ছে উপকূলের মানুষের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
জলবায়ু পরিবর্তনে দুর্ভোগ বাড়ছে উপকূলের মানুষের  বক্তব্য রাখছেন এক বক্তা। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: জলবায়ু পরিবর্তনের ফলে বাগেরহাটসহ উপকূলীয় জেলার মানুষের দুর্ভোগ ক্রমশই বাড়ছে। নদী ভাঙনের কবলে পড়ে এসব এলাকার অনেক মানুষ উদ্বাস্তু হয়ে পড়ছে। এখনই উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামীতে আরও ভয়াবহ পরিণতি হতে পারে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাগেরহাট শহরের খারদ্বার এলাকায় উদয়ন বাংলাদেশের কার্যালয়ে ‘জলবায়ু উদ্বাস্তুদের জন্য চাই অধিকারভিত্তিক সুরক্ষা, প্রয়োজন স্থানীয় নীতিমালা প্রণয়ন- বিষয়ক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল।

 

উদয়ন বাংলাদেশের পরিচালক ইসরাত জাহানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন- সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল হক, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আল ফারুক, সমবায় কর্মকর্তা আমানুল্লাহ, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আছাদুজ্জামান, কোস্ট ট্রাস্টের সিজিআরএফ প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মো. সালেহীন সরফরাজ, জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুহারা আবুল হোসেন, বেগম, জাকারিয়া, জরিনা বেগম প্রমুখ।

বক্তারা স্থানীয় সমস্যা চিহ্নিত করে জলবায়ু উদ্বাস্তুদের জন্য অধিকারভিত্তিক সুরক্ষার জন্য নীতিমালা প্রণয়নের দাবি জানান।
 
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।