মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাগেরহাট শহরের খারদ্বার এলাকায় উদয়ন বাংলাদেশের কার্যালয়ে ‘জলবায়ু উদ্বাস্তুদের জন্য চাই অধিকারভিত্তিক সুরক্ষা, প্রয়োজন স্থানীয় নীতিমালা প্রণয়ন- বিষয়ক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল।
উদয়ন বাংলাদেশের পরিচালক ইসরাত জাহানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন- সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল হক, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আল ফারুক, সমবায় কর্মকর্তা আমানুল্লাহ, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আছাদুজ্জামান, কোস্ট ট্রাস্টের সিজিআরএফ প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মো. সালেহীন সরফরাজ, জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুহারা আবুল হোসেন, বেগম, জাকারিয়া, জরিনা বেগম প্রমুখ।
বক্তারা স্থানীয় সমস্যা চিহ্নিত করে জলবায়ু উদ্বাস্তুদের জন্য অধিকারভিত্তিক সুরক্ষার জন্য নীতিমালা প্রণয়নের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
আরএ