মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার বাইপাস পৌরসভা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রব্বানী নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটী গ্রামের আব্দুল হক প্রামাণিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাইসাইকেল চালিয়ে রব্বানী বোদা উপজেলার দিকে যাচ্ছিল। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা খুঁটিবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-চ ৮৪০২২৬) রব্বানীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
আরএ