নিহতরা হলেন- পাঁচবিবি উপজেলার বরণ গ্রামের আক্কাস আলীর ছেলে নির্মাণ শ্রমিক আলম হোসেন (৪৫) ও পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের গোলাম মোস্তাফার স্ত্রী ফেন্সি আক্তার (৩৫)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে পাঁচবিবি পৌর শহরের নির্মাণাধীন একটি বাড়ির ছাদে কাজ করছিলেন আলম হোসেন।
অপরদিকে বিকেলের দিকে পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের ফেন্সি আক্তার তার ঘরের মেঝে পরিষ্কার করছিলেন। এ সময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এমআরএ/আরএ