ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নোয়াখালী জেনারেল হাসপাতালে ৬ দালাল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
নোয়াখালী জেনারেল হাসপাতালে ৬ দালাল আটক

নোয়াখালী: জেলা শহর মাইজদীতে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৬ দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- নূর শেখ রহমান বিজয় (২৭), জহিরুল ইসলাম ফরহাদ (২৯), মনোয়ার হোসেন (৩৭), কামাল উদ্দিন স্বপন (২৮), আবুল কাশেম (৪০) ও ইমরান হোসেন (২২)।

সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বাংলানিউজকে জানান, ওই দালালরা বিভিন্ন স্থান থেকে হাসপাতালে আসা রোগীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা নিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়াসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছিল।
দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।