মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নূর শেখ রহমান বিজয় (২৭), জহিরুল ইসলাম ফরহাদ (২৯), মনোয়ার হোসেন (৩৭), কামাল উদ্দিন স্বপন (২৮), আবুল কাশেম (৪০) ও ইমরান হোসেন (২২)।
সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বাংলানিউজকে জানান, ওই দালালরা বিভিন্ন স্থান থেকে হাসপাতালে আসা রোগীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা নিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়াসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছিল।
দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
আরএ