মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাধবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন বাগেরহাট জেলার অলোকদিয়া গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, জাকির হোসেন মোটরসাইকেল নিয়ে সদরপুর উপজেলা থেকে ভাঙ্গায় আসার সময় মাধবপুর বাসস্ট্যান্ডের কাছে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাসটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এসএইচ