মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গৌরনদী পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দু’জন হলেন-মদ বিক্রেতা শিপন চন্দ ও তার বাবা কানাই লাল চন্দ।
গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে টরকী বন্দরের স্বর্ণ ব্যবসায়ী ও সুন্দরদী মহল্লার বাসিন্দা কানাই লাল চন্দের বাসায় অভিযান চালানো হয়। এসময় প্রায় তিন লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ৪৭ বোতল বিদেশি মদসহ শিপন ও তার বাবা কানাইকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মদ বিক্রেতা রিপন চন্দ পালিয়ে যান।
তিনি আরও জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে আটকরা আসন্ন দুর্গাপূজার সময় মদগুলো বিক্রির জন্য আমদানি করা হয়েছে বলে স্বীকার করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এমএস/আরবি/