মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ইসি সচিবকে অভিনন্দনজ্ঞাপন অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন।
মো. আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য প্রথমবারের মতো সরকারের একজন সিনিয়র সচিব পাওয়া আমাদের একটি বড় অর্জন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী মো. আলমগীরের সাদামাটা জীবন প্রণালী ও কর্তব্য নিষ্ঠার প্রশংসা করেন।
এ সময় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমানসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় মো. আলমগীরকে সিনিয়র সচিব করে প্রজ্ঞাপন জারি করে।
আলমগীর গত ১০ জুন সচিব হিসেবে ইসি সচিবালয়ে যোগ দেন। ইতোপূর্বে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
আলমগীর ১৯৮৬ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে চাকুরি জীবন শুরু করেন। শিক্ষাজীবনে তিনি ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অনার্স এবং ১৯৮৩ সালে একই বিষয়ে এমএসএস ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
ইইউডি/টিএ