মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ওয়ারী, নবাবপুর ও তাহেরাবাগ এলাকায় ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের নকল তার জব্দ করা হয়েছে।
সাধারণ ক্রেতারা আসল তারের দামে নকল তার ক্রয় করে প্রতারিত হয়ে আসছিলেন। মানহীন এসব তার ব্যবহারের ফলে দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে যায় কয়েকগুণ।
এ অপরাধে দু’টি কারখানার চারজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জব্দকৃত ১৫ লাখ টাকা মূল্যের তার ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
পিএম/আরবি/