মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ঘুন্টির বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- বগুড়ার শাহাজাহানপুর থানার শাজাপুর এলাকার মজিবর রহমানের ছেলে নাহিদ (১৯), একই থানার যাদবপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান মিলন (৩৩) ও শেরপুর থানার কালসিমাটি এলাকার মৃত মনছের আলীর ছেলে আব্দুল মতিন (৩৯)।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নজির হোসেন বাংলানিউজকে বলেন, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা বগুড়াগামী পাথর বোঝাই একটি ট্রাকে মাদক যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের ঘুন্টির বাজার এলাকায় অবস্থান নেয়। ট্রাকটি সেখানে পৌঁছালে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকে এক কেজি গাঁজা পাওয়া গেলে নাহিদ, মিলন ও মতিন নামে তিন জনকে আটক করে ট্রাকটি জব্দ করা হয়।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
আরএ