মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- টেকনাফ জামতলী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের মো. শরীফের ছেলে রবি আলম (১৯), মৌচনী ক্যাম্পের হোসনের ছেলে সেলিম (২৫) ও মিয়ানমারের রাখাইনের নূর আলমের ছেলে নূর হাসান (২৪)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, মিয়ানমারের মোবাইল ফোন কোম্পানির বেশকিছু সিম কার্ড রোহিঙ্গাদের কাছে বিক্রির জন্য বাংলাদেশে নিয়ে এসেছে একটি চক্র।
গোপন সূত্রে এমন খবর পেয়ে সন্ধ্যায় টেকনাফ স্থলবন্দরে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২১০টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার রোহিঙ্গা শিবিরে গত এক সপ্তাহ ধরে ৩জি এবং ৪জি সেবা বন্ধ করে দিয়েছে। বিকল্প পন্থায় মোবাইল নেটওয়ার্ক ব্যবহারের জন্য মিয়ানমার থেকে সিম এনেছে রোহিঙ্গারা।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭,২০১৯
এসবি/এমএ