মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের ফরিদপুর গ্রামের আব্দুস সাত্তারের মুরগি খামারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা চর ফরিদপুর পূর্বপাড়া গ্রামের আল-আমিনের মেয়ে।
নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার এ তথ্য নিশ্চিত করে বলেন, আব্দুস সাত্তার তার মুরগি খামারে শিয়াল ধরার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন। বিকেলে শিশু আমিনা ও বুদ্দিন ওই খামারের পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা ওই ফাঁদের কাছে গেলে দু’জনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই আমিনা মারা যায়। গুরুতর আহত অবস্থায় বুদ্ধিনকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
আরএ