মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্ত ঘেঁষা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া রেজাউল ইসলাম ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং মমিনুল ইসলাম শিমুলবাড়ী গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুহাদ রুহানী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই গোলজার হোসেন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুরুষাফেরুষা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করে। আটক দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এফইএস/এসএ