মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বলিপাড়া ইউনিয়নের পদ্মঝিড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মিয়ানমারের নাগরিক তাচাই মারমা (২৫), লালমতি ত্রিপুরা (২৩), অংমা চিং (৩০), মং মং লুই (১৮) ও অংক্রা মারমা (৩১)।
বিজিবি জানায়, ৩৮ বর্ডার গার্ড বিজিবির টেন্ডমুখ ক্যাম্পের হাবিলদার ফজলুল হকের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই মিয়ানমারের নাগরিককে বাজার করার উদ্দেশ্যে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে তাকে আটক করা হয়। একইসঙ্গে আরও চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তাদেরকে বলিপাড়া ক্যাম্পে আনার পর জিজ্ঞাসাবাদ করা হবে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইরুল হক বাংলানউজকে জানান, আটকের ব্যাপারে শুনেছি। তবে তাদেরকে এখনও পুলিশের কাছে হস্তান্তর করেনি বিজিবি।
বাংলাদেশ সময়: ০৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এসএ/