মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরে শুনানিক্রমে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত ও ইটিপি স্থাপন না করে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি পরিবেশে নির্গত করে পরিবেশ দূষণ করার দায়ে নারায়ণগঞ্জের ইব্রাহিম কম্পোজিট টেক্সটাইল মিলকে এক কোটি ২১ লাখ ৮০ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া অকার্যকর ইটিপি পরিচালনার মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি পরিবেশে নির্গত করে পরিবেশ দূষণ করার দায়ে একই জেলার ইউনিটি কম্পোজিট মিলস (প্রা.) লিমিটেডকে ৩ লাখ ৯৯ হাজার ৩৬০ টাকা এবং টেক্স জিপারস (বিডি) লিমিটেডকে ১ লাখ ৭০ হাজার ৭৫২ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের অন্তর্গত পিরোজপুর, জৈনপুর, ছয়হিস্যা, চর ভাটিবন্দর এবং রতনপুর মৌজায় বিস্তীর্ণ কৃষি জমি, জলাভূমি এবং নিচু ভূমি অবৈধভাবে ভরাট করার দায়ে মেঘনা ইকোনমিক জোন লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ০০৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এসএ/