মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মকবুল হোসেনকে তার নিজ বাড়ি শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
ওই গৃহবধূর স্বামী একই গ্রামের বাসিন্দা পল্লী-চিকিৎসক মো. সেলিম রেজা বাদী হয়ে মকবুলকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করলে পুলিশ মকবুলকে গ্রেফতার করে।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বাংলানিউজকে বলেন, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামের পল্লী-চিকিৎসক মো. সেলিম রেজা বাদী হয়ে মকবুল হোসেনের নামে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন।
সেলিম রেজার অভিযোগ, অভিযুক্ত মকবুল বেশ কিছুদিন ধরেই তার স্ত্রীকে উত্ত্যক্ত করার পাশাপাশি কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে পেশাগত কারণে সেলিম রেজা শহরে গেলে মকবুল তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
কেইউএ/এসএ