মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় নাঈমুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাঈমুল কুমিল্লার লৌহজং উপজেলার মানিলংকর গ্রামের পলাশ হোসেনের ছেলে। থাকতো দক্ষিণ যাত্রাবাড়ী মধ্যপাড়া এলাকার লায়লার বাড়িতে। দু’ভাইয়ের মধ্যে বড় সে।
বাবা পলাশ হোসেন জানান, স্থানীয় ইকরা ক্যাডেট মাদ্রাসার ৪র্থ শ্রেণিতে পড়তো সে। মঙ্গলবার দুপুরে মাদ্রাসা থেকে বাসায় আসার পর তাদের বাড়ির পাশের টিনশেড চালার ওপরে উঠে। সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আবদুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এজেডএস/এএটি