ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

পুলিশকে লাঞ্ছিত করায় যুবলীগ নেতা আটক, ফাঁড়ি ঘেরাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
পুলিশকে লাঞ্ছিত করায় যুবলীগ নেতা আটক, ফাঁড়ি ঘেরাও

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে রাব্বী শাহান পলাশ (৩৪) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় দলীয় নেতাকর্মীরা ধাপেরহাট পুলিশ ফাঁড়ি ঘেরাও করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধাপেরহাটে ইউনিয়নের পালানপাড়ায় এ ঘটনা ঘটে।

আটক রাব্বী শাহান পলাশ ধাপেরহাট ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধাপেরহাট পালানপাড়া চাঁন মিয়া ছেলে।

ধাপেরহাট পুলিশ ফাঁড়ির (তদন্ত-কেন্দ্র) ইনচার্জ পরিদর্শক নওয়াবুর রহমান বাংলানিউজকে জানান, ধাপেরহাট বন্দরের পাশে পালানপাড়ায় মাস্টার হাউস নামে এক বাড়িতে ভাড়া থাকতেন শহিদ সরকার ও মামুনি আকতার নামে এক ব্যবসায়ী দম্পতি। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব তৈরি হয়। একারণে মঙ্গলবার দুপুরে স্থানীয় কিছু যুবকের সহায়তায় মামুনি আকতার বাড়ির আসবাবপত্র নিয়ে বাবার বাড়ি যাওয়ার উদ্যোগ নেয়। বিষয়টি নিয়ে শহিদ সরকার পুলিশকে লিখিত অভিযোগ দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে যুবলীগ নেতা রাব্বী শাহান পলাশ তাদের ওপর চড়াও হয় এবং তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এ সময় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিজুর রহমান ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও করতে শুরু করলে যুবলীগ নেতা পলাশ তার ফোনটি কেড়ে নেন ও তাকে থাপ্পড় মারেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাকেও (ইনচার্জ পরিদর্শক নওয়াবুর রহমান) ধাক্কা মারেন। পুলিশ তখন তাকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

তিনি আরও জানান, পরে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মী তদন্ত কেন্দ্র ঘেরাও করলে তিন রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

এদিকে, এঘটনায় বিকেলে পলাশের মুক্তি ও ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের অপসারণের দাবিতে স্থানীয় লোকজন এবং দলীয় নেতাকর্মী ধাপেরহাটে বিক্ষোভ মিছিল করে।

সন্ধ্যা ৭টায় সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বাংলানিউজকে জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশকে মারপিটের অভিযোগে একটি মামলা দায়েরের
প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।