ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

রোগীর স্বজনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
রোগীর স্বজনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ২

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগীর স্বজনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

আটক দু’জন হলেন- রাজন চন্দ্র দাস ও ফারুক হোসেন।

রাজন লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্মচারী আতিক চন্দ্র দাসের ছেলে ও ফারুক হাসপাতালের (মরদেহ পরিবহনকারী) সাহাব উদ্দিনের ছেলে।  

ধর্ষণ চেষ্টার শিকার ওই নারী ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা গ্রামের এক প্রবাসীর স্ত্রী।  

পুলিশ জানায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে ওই নারী সদর হাসপাতালে তার এক আত্মীয়কে দেখতে আসেন। তিনি এসে জানতে পারেন ওই রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। রাত বেশি হওয়ায় তিনি বাড়ি না ফিরে হাসপাতালের দ্বিতীয় তলায় বসে ছিলেন। রাত দু’টার দিকে রাজন ও ফারুক তাকে ভয়ভীতি দেখিয়ে কৌশলে তাকে ছাদে নিয়ে যান। এ সময় তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে তাদের ধাক্কা দিয়ে ওই নারী ছাদ থেকে পালিয়ে এসে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেন।  

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বাংলানিউজকে বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় ওই নারী বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।