ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে র‌্যাবের গুলিতে ছিনতাইকারি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
রাজধানীতে র‌্যাবের গুলিতে ছিনতাইকারি নিহত

ঢাকা: রাজধানীর হাতিরপুলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের গুলিতে এক ছিনতাইকারি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হাসান নামে অপর একজন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, রাতে হাতিরপুল স্ট্যান্ডপ্লাজার সামনে মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারি একটি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব-৩ এর সদস্যরা তাদের প্রতিরোধ করলে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে এক ছিনতাইকারি পালিয়ে গেলেও র‌্যাবের গুলিতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এসময় আহত হন হাসান নামে অপর একজন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

মহিউদ্দিন ফারুকী জানান, এসময় ঘটনাস্থল থেকে ছিনতাই হওয়া ব্যাগ, ছিনতাকারিদের ব্যবহৃত মোটরসাইকেল ও অস্ত্র জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯ 
এডেজএস/ইএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।