খোকন চাঁদপুরের হাইমচর থানার পাচকান্দি এলাকার জানশরীফের ছেলে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, কারাগারের ভেতর বুকে ব্যথা অনুভব করে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে খোকন। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, খোকন মিরপুর শাহআলী থানায় মাদক ও ছিনতাই মামলার আসামি ছিল। গত ২৫ জুন থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। বুধবার ময়নাতদন্তের পর সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
আরএস/ওএইচ/