ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ভালো কাজের পাশে আছি: বিসিসি মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
ভালো কাজের পাশে আছি: বিসিসি মেয়র বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিসিসির মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: দেশে চলমান মাদক, জুয়া ও দুর্নীতিবিরোধী অভিযান নিয়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন তা সাধুবাদ পাওয়ার যোগ্য। তিনি একজন বিচক্ষণ প্রধানমন্ত্রী। তাই তিনিই পারেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে। আমরা বরিশালবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এ কাজকে সামনে এগিয়ে নিতে আমরা সার্বিক সহযোগিতা করবো।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াত আউটার স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ (বালিকা) প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, আমি আগেই বলেছি, যেকোনো ভালো কাজের পাশে আমাকে পাবেন।

জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ যেকোনো ভালো কাজে আমাকে প্রয়োজন হলে বলবেন, আমি ভালো সব কাজের পাশে আছি।

এ সময় সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার এম ডি আব্দুস সালাম বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। আর শিক্ষার পাশাপাশি খেলাধুলাই পারে মাদক-সন্ত্রাসমুক্ত একটি সমাজ গড়তে। বর্তমান প্রধানমন্ত্রীর ইচ্ছায় ক্রিকেট-ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ফলে তৃণমূল থেকে এখন খেলোয়াড় তৈরি হওয়ার কাজটিও শুরু হয়ে গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

উদ্বোধনী খেলায় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বরিশাল ও ঝালকাঠি জেলা দল অংশগ্রহণ করে।

এদিকে খেলার উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে আউটার স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলার শুরুতে নৃত্য ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে স্থানীয় শিল্পিরা।

বাংলা‌দেশ সময়: ১২৪০ ঘণ্টা, সে‌প্টেম্বর ২৫, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।