বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাচলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান বাংলানিউজকে জানান, ঢাকা থেকে পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’র একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক মারা যান। এ ঘটনায় আহত হন মাইক্রোবাসের আরও তিন যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এনটি